কালবৈশাখী – সম্বিতা রায়

সাহিত্য দর্পণ

অবাক এই পৃথিবী

অবাক এই জীবন।

এখানেই তোমার – আমার,

মানুষের প্রাণ – স্পন্দন।

বিশাল বিশ্ব – ব্যাপী –

কালের অবাধ বিচরণ।

সময়, সে তো সবার নিয়ন্ত্রক।

এরই মাঝে মানুষ জীবন গড়ে,

করে, সুন্দরের উপাসনা – আয়োজন ।

তবুও, যুদ্ধ আসে,

ধ্বংসের কালো মেঘ

তোমাকে, আমাকে, সবাইকে ঢাকে।

কী তীব্র সে যন্ত্রণা –

তীব্রতর হারানোর বেদনা ।

কিন্তু, মধ্যরাত্রের সন্তানেরা চিরজাগ্রত –

পতিত জমিতে আনবেই তারা –

ফসলের প্লাবন।

আমিও তো সেই,

তরুণ মনের, নবীন দলের জন।

হতাশা আসে – অন্ধকার নামে – গাঢ় হয়ে।

কিন্তু, কালবৈশাখী ধ্বংস করে তাকে।

মনে আগুন জ্বলে

উষ্ণতায় দিক ভরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *