You are currently viewing কে বড়ো – ঈশ্বরচন্দ্র গুপ্ত

কে বড়ো – ঈশ্বরচন্দ্র গুপ্ত

আপনারে বড়ো বলে

বড়ো সেই নয়,

লোকে যারে বড়ো বলে

বড়ো সেই হয়।

বড়ো হওয়া সংসারেতে

কঠিন ব্যাপার,

সংসারে যে বড়ো হয়

বড়ো গুণ যার।

গুণেতে হইলে বড়ো

বড়ো বলে সবে,

বড়ো যদি হতে চাও

ছোটো হও তবে।

হিতাহিত না বুঝিয়া

মরে অহঙ্কারে,

নিজে বড়ো হতে চায়

ছোটো বলি তারে।

Leave a Reply