ধরার বুকে এসেছি
ভূমিষ্ঠ এই ভারতভূমে
তবে কিসের প্রমাণ চাহে তারা
মা গৃহবধূ হয়ে আছে যেখানে
বাবা ছিল ও আছে সেখানে ।
তবুও কি পিতৃমাতৃহারা
আমি অসমে আসামীর কাঠগোড়ায় যেন
দেশ আমার প্রবাসী হব কেন ?
আমি গোলাম হোসাইন
হবো হবো কেন লাঞ্ছিত
গনতন্ত্র কি ঝলসে গেছে
কেন হব আমি বঞ্চিত ?