গ্রীষ্মকাল গ্রীষ্মকাল,
কাকের মুখে শুকনো ডাল,
কালের মুখে নেইকো জল
গাছের বুকে নানান ফল।
ল্যাজের নীচে বুলবুলির
লালের ছবি কার তুলির
নীলকণ্ঠের তীব্র স্বর
রোদের বুকে হানছে শর।
দোয়েল পাখির মিষ্টি সুর
করছে সকল দুঃখ দূর
পাতার আড়ে পিকের ডাক
দিচ্ছে যেন লাগিয়ে তাক।