You are currently viewing নির্জন সমুদ্র সৈকতে – সবিতা দাস

নির্জন সমুদ্র সৈকতে – সবিতা দাস


আজ দুজনে মুখোমুখি
নির্জন সমুদ্র সৈকতে।
কত কল্পনা কত রঙিন স্বপ্নের মাঝে
অনুভব করি প্রিয়তম তোমাকে।
মনে হয় হাজার বছর পর আমরা দুজনে
আজ মুখোমুখি এই নির্জন সমুদ্র সৈকতে।
আজ আমরা দুজনে এত কাছাকাছি
তবু কেন আমার মুখে কোন ভাষা নেই ।
মনে শুধু ভয়, ভীতি আর লজ্জার আনাগোনা ।
এমনকি লজ্জাবনত ডাগর চোখ তুলে
চাইতে পারি না তার পানে ৷
আজ আমরা দুজনে কত পাশাপাশি
গোধূলির পড়ন্ত বেলায়,
নির্জন সমুদ্র সৈকতে।
তবু কেন মনের কথাটা জানাতে পারলামনা
তাকে আজও৷

Leave a Reply