You are currently viewing ভারতীয় গনতন্ত্র – আনোয়ার হোসেন সিদ্দিকী

ভারতীয় গনতন্ত্র – আনোয়ার হোসেন সিদ্দিকী

গনতন্ত্র বলতে জনগণ প্রদত্ত সরকার গঠন, জনগণের মঙ্গলার্থে সরকার গঠন অর্থাৎ জনগণের সরকার যেখানে এক নায়কত্বের লেশমাত্র থাকবে না । ভারতবর্ষে তাই গড়ে উঠেছে সংহদীয় গনতন্ত্র, যেখানে জো হুজুর বলে কুর্নিশ করার ব‍্যাপার নেই আর ‘ডিকটেটর শিপ অব দ‍্য প্লোরে তারিয়েত’ এর ব‍্যাপারও নেই । তবে এই গনতন্ত্রে কিছু পচনশীল অবস্থা যা গনতান্ত্রিক কাঠামোকে দূর্বল করে দিচ্ছে, সেগুলোকে ছেঁটে না ফেললে বা রিপেয়ার না করলে দেশ রসার তলে চলে যাবে ।

ভারতীয় গনতন্ত্র অর্থনৈতিক বৈষম্যকে কমিয়ে আনা উচিত, শাসন ও বিচার বিভাগকে নিরপেক্ষ হওয়া উচিত এবং সংখ্যা গরিষ্ঠের আইন প্রনয়নের ক্ষমতা থাকলে ও সংখ্যা লঘুদের বেঁচে থাকার অধিকার আছে, সেটাকে সর্বতোভাবে চরিতার্থ করা উচিত। সন্ত্রাসবাদ তো দমন করতে হবে, তবে বিদেশীর ইন্ধন থেকে মুক্ত হয়ে ভারতীয় জীবনাদর্শের মৌলিকত্ব নষ্ট করে নয় । ভারতীয় সংবিধান আরও আরও জন কল‍্যানমুখী হবে, তবেই তো দেশ বিশ্বের আঙিনায় উচ্চ মানসিকতার প্রকৃষ্ট উদাহরণ স্বরূপ হবে, ভারতীয় গনতন্ত্র উজ্জ্বল দৃষ্টান্ত হবে ।

Leave a Reply