1. স্বাধীন ভারতের প্রথম ভারতীয় কমান্ডার ইন চিফ্ কে ছিলেন?
Ans: জেনারেল কে . এম . কারিয়াপ্পা ।
2. প্রথম ফিল্ড মার্শাল কে ছিলেন?
Ans: এস . এইচ . এফ . জে . মানেকশ ।
3. প্রথম আই সি এস ( ICS ) অফিসার কে ছিলেন?
Ans: সত্যেন্দ্রনাথ ঠাকুর ।
4. প্রথম ভারতীয় এভারেস্ট বিজয়ী কে ছিলেন?
Ans: তেনজিং নোরগে ।
5. প্রথম ভারতীয় কে একইসঙ্গে এভারেস্ট উত্তরমেরু এবং দক্ষিণ মেরু জয় করে ছিলেন?
Ans: সত্যব্রত দাম ।
6. প্রথম ভারতীয় ইংলিশ চ্যানেল অতিক্রমণকারী কে ছিলেন?
Ans: মিহির সেন ।
7. প্রথম ভারতীয় পাইলট কে ছিলেন?
Ans: জে . আর ডি টাটা ।
8. প্রথম ভারতীয় মহাকাশচারী কে ছিলেন?
Ans: স্কোয়াড্রন লিডার রাকেশ শর্মা ।
9. প্রথম ও শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: ওয়ারেন হেস্টিংস ও লর্ড মাউন্টব্যাটেন ( পরাধীন ভারতের ) ।
10. প্রথম ভাইসরয় কে ছিলেন?
Ans: লর্ড ক্যানিং ।
11. ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: লর্ড মাউন্টব্যাটেন ।
12. স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন?
Ans: চক্রবর্তী রাজা গোপালাচারী ।
13.প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
Ans: ডঃ রাজেন্দ্র প্রসাদ ।
14. প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন?
Ans: সর্বপল্লী রাধাকৃষ্ণণ ।
15. প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
Ans: পণ্ডিত জওহরলাল নেহরু ।
16. প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন?
Ans: সর্দার বল্লভ ভাই প্যাটেল ।
17. সুপ্রীম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন?
Ans: জাস্টিস হীরালাল জে কানিয়া ।
18. লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
Ans: জি . ভি . মভালাঙ্কার ।
19. রাজ্যসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
Ans: ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণণ ।
20. প্রথম নির্বাচন কমিশনার কে ছিলেন?
Ans: সুকুমার সেন ।
21. প্রথম হাইকোর্টের বিচারপতি কে ছিলেন?
Ans: শম্ভুনাথ পণ্ডিত ।
22. প্রথম বার এটি – ল কে ছিলেন?
Ans: জ্ঞানেন্দ্র মোহন ঠাকুর ।
23. প্রথম গ্র্যাজুয়েট কে কে ছিলেন?
Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও যদুনাথ সরকার ।
24. প্রথম ভাইসরয় একজিকিউটিভ কাউন্সিলের সদস্য কে ছিলেন?
Ans: এস . পি . সিনহা ।
25. প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য কে ছিলেন?
Ans: দাদাভাই নৌরজি ।
26. প্রথম দাদাসাহেব পুরস্কার প্রাপক কে ছিলেন?
Ans: শ্রী বি . এন . সরকার ।
27. প্রাদেশিক লাট কে ছিলেন?
Ans: লর্ড সিং ( স্যার এস পি সিংহ ) ।
28. প্রথম ভারতের বাইরে অভিনয় কে করেন ?
Ans: শিশির কুমার ভাদুড়ী ।
29. প্রথম ভারতের বাইরে নৃত্যকলা প্রদর্শন কে করেন ?
Ans: উদয়শঙ্কর ।
30. প্রথম আনডারসন পুরস্কার বিজয়ী লেখক কে ছিলেন?
Ans: রাসকিন বন্ড ।
31. প্রথম আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতি কে ছিলেন?
Ans: ডঃ নগেন্দ্র সিং ।
32. প্রথম ম্যাগসাসাই পুরস্কার বিজয়ী কে ছিলেন?
Ans: আচার্য বিনোভাভাবে ।
33. প্রথম অক্সফোর্ডের ভারতীয় অধ্যাপক কে ছিলেন?
Ans: সর্বপল্লী রাধাকৃষ্ণণ ।
34. প্রথম ডেপুটি ম্যাজিস্ট্রেট কে ছিলেন?
Ans: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
35. প্রথম ভাইস – চ্যান্সেলর কে ছিলেন?
Ans: স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় ।
36. লন্ডনের রয়্যাল আর্টিস্ট সভার সদস্য কে ছিলেন?
Ans: অবনীন্দ্রনাথ ঠাকুর ।
37. ব্যঙ্গচিত্রের ভারতীয় শিল্পী কে ছিলেন?
Ans: গগনেন্দ্রনাথ ঠাকুর ।
38. ভারতের মাটিতে প্রথম শহীদ কে হয়েছিলেন?
Ans: ক্ষুদিরাম বসু ( সংগঠিত বিপ্লবী আন্দোলনের প্রথম শহীদ ) ।
39. বিদেশের মাটিতে প্রথম শহীদ কে হয়েছিলেন?
Ans: মদনলাল ধিংড়া ।
40. প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপক কে ছিলেন?
Ans: রবীন্দ্রনাথ ঠাকুর ।
41. প্রথম ভারতীয় অস্কার পুরস্কার প্রাপক কে ছিলেন?
Ans: সত্যজিৎ রায় ।
42. প্রথম ভারতীয় পরমবীর চক্র পুরস্কার প্রাপক কে ছিলেন?
Ans: মেজর সোমনাথ শর্মা ।
43. প্রথম ভারতরত্ন পুরস্কার প্রাপক কে কে ছিলেন?
Ans: সি . গোপালাচারী , এস রাধাকৃষ্ণণ , সি . ভি . রামন ।
44. প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক কে ছিলেন?
Ans: জি . শঙ্কর কুরুন ।
45. প্রথম ইংরেজি ভাষায় কবিতা কে লেখেন?
Ans: মাইকেল মধুসূদন দত্ত ।
46. প্রথম বিলেতযাত্রা কে করেন ?
Ans: রাজা রামমোহন রায় ।