You are currently viewing মনুষ‍্যত্বের কান্না – আনোয়ার হোসেন সিদ্দিকী

মনুষ‍্যত্বের কান্না – আনোয়ার হোসেন সিদ্দিকী

কেন মনুষ‍্যত্ব ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে

অসহায় আজি কোথায় বাসা বাঁধে?

সুজলা সুফলা দেশ আমার

প্রানবন্ত রূপে আছি আমি

তবু যেন আমি নই–নয় আমার

আমি দিন আনি,দিন খাই

কোথায় প্রমাণ খুঁজে বেড়াই

জানি আমি, মা বাবার কোলে

লালতি পালিত–তবে কেন অবহেলিত

নতুন আইন কেন উত্থিত

বাপ দাদা কেউ শ্মশানে, কেউ কবরে

মোরা কোথায় যাব বলো রে ?

স্বাধীনতা দিবসের দিনে বলি

জাতীয়তাবোধে বলিয়ান হয়ে চলি

স্বাধীন দেশে চলিতে চাহি অবাধে

কেন মনুষ‍্যত্ব ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে ?

Leave a Reply