You are currently viewing মানবিকতার পথে – আনোয়ার হোসেন সিদ্দিকী

মানবিকতার পথে – আনোয়ার হোসেন সিদ্দিকী

ফুলের পাপড়িগুলো

ছিড়ে ফেলো না

বেকার আছে দেখে

পেটে লাথি মেরো না

হাতে বল আছে বলে

গুলি করো না

নারীর টাকা নেই বলে

বিয়ে ভেঙো না

অবলা রমনী বুঝে

শালীনতা হারায়ে

ড্রেনে ফেলো না ।

অন্ধ, বধির, বিকলাঙ্গ

ছিন্ন হয়েছে অঙ্গ

সাঙ্গ না দিয়ে

উপহাস করো না ।

মানবিকতা হারায়ে

ঘৃণ‍্য মানসিকতায়

দলিত বলে দলে দিও না ।

পূর্বসূরী আছে শয‍্যায়

কেউ বা চির নিদ্রায়

মাইনরিটিরে বের করো না ।

মানব হয়ে মানবিকতাকে

মন থেকে মুছে ফেলো না ।

Leave a Reply