You are currently viewing মানবিকতার বার্তা – আনোয়ার হোসেন সিদ্দিকী

মানবিকতার বার্তা – আনোয়ার হোসেন সিদ্দিকী

বার্তা পৌঁছে দাও তাদের কাছে

যারা পৈশাচিক মানসে মত্ত

রক্ত প্রবাহে উন্মক্ত

শিশুযজ্ঞে লিপ্ত যজ্ঞে

সিক্ত পৃথিবীর মাসিতে লিখি

ত‍্যাগী মননের গাথা

ব‍্যথিতের ব‍্যথার কথা

কারবালায় হোসাইনের মস্তক ছিন্ন

এজিদের হুকুমতে

এমন বেদনাগাথা ।

যারা রমনীর রমনীয়তা করে নাশ ।

নির্বাচনের প্রাক উত্তর ত্রাশ

দুর্বলদের নিয়ে উপহাস

পাণ্ডাদের ধ্বনি-সাবাস সাবাস

বেঁচে থাকার অবকাশ কোথায় ?

পাশ্চাত্য সন্ত্রাস দমনের নামে

অবিকল বোমাবর্ষণ চালায়ে

সন্ত্রাসবাদ চরিতার্থ করে

মানবিকতাকে বলিদান

বার্তা পৌঁছে দাও তাদের কাছে

তারা এমন কেন করে ?

নিঃশেষ হয়ে যাক বর্বরতা

শঠতা, নৃসংহতা, নাসকতা

মানবতার ফোকাশে উদারতা

জাজ্জ্বল‍্যমান হোক চিরতরে

বিশ্বে ও দেশের অভ‍্যন্তরে ।

Leave a Reply