ডঃ রাধাকৃষ্ণণ ছিলেন শিক্ষক
হয়েছেন রাষ্ট্রপতি
নিজগুনে বিকশিত হয়ে
বাড়ায়েছেন জীবনের গতি ।
তারই আগমনের দিনে
শিক্ষক দিবস উদযাপন
আলমগীরের মতো মর্যাদা দানের মতো
সৃজনশীলতার উদঘাটন ।
শিক্ষার্থী ও শিক্ষকের সেতু বন্ধনে
সম্প্রীতি হোক দেশে
জাতীয়তাবোধের বিকাশ ঘটিয়ে
মানবিকতা ভালোবেসে ।