You are currently viewing সকল দেশের সেরা – দ্বিজেন্দ্রলাল রায়

সকল দেশের সেরা – দ্বিজেন্দ্রলাল রায়

ধনধান্যে পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা

তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা;

ও সে, স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা;

এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি,

সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি।

চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজল এমন ধারা।

কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে।

তারা পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে;

এমন দেশটি কোথায় খুঁজে পাবে না কো তুমি,

সকল দেশের রাণী সে যে—আমার জন্মভূমি।

এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড়

কোথায় এমন হরিৎক্ষেত্র আকাশ তলে মেশে!

এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে।

এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি,

সকল দেশের রাণী সে যে—আমার জন্মভূমি।

পুষ্পে পুষ্পে ভরা শাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি;

গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে—

তারা, ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে

এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি,

সকল দেশের রাণী সে যে- আমার জন্মভূমি।

ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ।

ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি,

আমার এই দেশেতে জন্ম—যেন এই দেশেতে মরি–

এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি,

সকল দেশের রাণী সে যে-আমার জন্মভূমি।

Leave a Reply