আজি এই স্বাধীনতার দিনে – আনোয়ার হোসেন সিদ্দিকী

সাহিত্য দর্পণ

আজি এই স্বাধীনতার দিনে

শান্তির বার্তা পৌঁছে দাও দিকে দিকে

লিখে দাও প্রাক স্বাধীনতার বেদনাগাথা

নিজপ্রাণ হতে দেশের প্রতি আসক্তি

ভক্তিভরে ত‍্যাগী মননশীলতা

কপটতা নহে দেশ প্রেমে

ফ্রেমে সাজায়েছে যাদের নাম

ক্ষুদিরাম, বিনয়, বাদল, দীনেশ

আড়ালে আবডালে সাধক-দরবেশ

নিঃশেষ করেছে তাদের জীবন

মন্থন করি হাল ধরি পতাকা উত্তোলন

বৃটিশ তোমার পদস্খলন ।

ইস্ট ইন্ডিয়া কোম্পানী

ছল করি বল হাতে নিলে

সহজে গোল দিলে

এত স্পর্ধা কোথায় পেলে

‘কালা আদমি’ বলে অবহেলে

কবি নজরুল সুরে ‘ঠেলে দিলে’

যাবার কালে দেশ ভেঙে দিলে

এটাই বৃটিশ পলিসি

আজি স্বাধীনোত্তর কালে

স্বদেশী সংস্কৃতির পীঠস্থান করি

দেশকে বিশ্বের আঙিনায় আনি

বিশ্বত্রাসের প্রতিবাদ জানায়ে

মানবতার বার্তা পাঠায়ে

সাম্রাজ্যবাদের বিলোপ চাই

বিশ্বায়ন হোক মানবতায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *