ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ি – রবীন্দ্রনাথ ঠাকুর

সাহিত্য দর্পণ

ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ির,

পাঁচবোন থাকে কালনায়,

শাড়িগুলো তারা উনুনে বিছায়,

হাঁড়িগুলো রাখে আলনায় ।

কোনো দোষ পাছে ধরে নিন্দুকে

নিজে থাকে তারা লোহা-সিন্দুকে,

টাকাকড়িগুলো হাওয়া খাবে বলে

রেখে দেয় খোলা জানলায়,

নুন দিয়ে তারা ছাঁচিপান সাজে

চুন দেয় তারা ডালনায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *