দলিত – আনোয়ার হোসেন সিদ্দিকী

সাহিত্য দর্পণ

ক্ষুদ্র কুটিরখানা

দূর থেকে মনে হতো

পিসিমা আজও যেন ক‍্যাঁথা সেলাচ্ছেন

নতুন বিল্ডিংখানা হয়ে

এক বিন্দু কি আর দেখা মেলে ?

যাত্রাপথে বড়ো গাড়ি

ছোটো গাড়িকে গেলে দলে

এমন তো চলে ।

বাঘ সিংহ জঙ্গলে

কত কত কচি কচি প্রানিকে

গোগ্রাসে খেয়ে ফেলে।

মাৎস‍্যন‍্যায নীতিতে

বড়ো মাছ ছোটো মাছ কে গিলে ফেলে

জান যায় চলে।

হিটলারের ফ‍্যাসিবাদ চলে গেলে ও

এখনো সববাদ হয় নি বাদ

এখানো কোন কোন দুপদ প্রানি

গর্জে হুঙ্কার ছাড়ে ।

ইরাক কুয়েতকে গিলে ফেলে

মিত্র জোট স্বপ্ন ভেঙে দিলে

বহু প্রাণ গেলো চলে ।

শরৎচন্দের ভাষায়-দিলে পেলে না কিছুই

কবিগুরুর সুরে-নীরবে নিভৃতে কাঁদে

বিদ্রোহী কবির কলমে

ঠেলে দিলে ফেলে

লেখক কবি এয়ীর এমন তো বানী

আজ দলিতদের প্রান নিয়ে টানাটানি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *