বাংলার মুখ আমি দেখিয়াছি – জীবনানন্দ দাশ

সাহিত্য দর্পণ

বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ

খুঁজিতে যাই না আর, অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে

চেয়ে দেখি ছাতার মতন বড়ো পাতাটির নীচে বসে আছে

ভোরের দোয়েল পাখি—চারিদিকে পল্লবের স্তূপ

জাম-বট-কাঁঠালের-হিজলের-অশথের করে আছে চুপ।

ফণীমনসার ঝোপে শটিবনে তাহাদের ছায়া পড়িয়াছে;

মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে

এমনই হিজল-বট-তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ

দেখেছিল; বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে—

কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়ায়—

সোনালি ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল, হায়,

শ্যামার নরম গান শুনেছিল, –একদিন অমরায় গিয়ে

ছিন্ন খঞ্জনার মতো সে নেচেছিল ইন্দ্রের সভায়

বাংলার নদী-মাঠ-ভাঁটফুল ঘুঙুরের মতো তাঁর কেঁদেছিল পায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *