আমার প্রশ্ন – আনোয়ার হোসেন সিদ্দিকী

সাহিত্য দর্পণ

মানুষ কেন সুগন্ধ ছাড়ি

দুর্গন্ধকে গ্রাস করি

হেলে দোলে পড়ে টলি

অশালীন বলি লোক জড়ো করে

দাদা হতে পারে ?

মানুষ কেন ডায়াসে বসে

কি মানবিকতা জোসে

গালভরা কথা বলে ;

আর‘হাত তালি দো জোরসে’

বলে চেঁচায় পান্ডারে ।

মানুষ কেন সামনে

ভালো মানুষ না সেজেছে ।

প্রলোভনের সুরে

সবারে ভালো বেসেছে

পেছনে একি জ্বালারে !

বাঘ রয়েছে খাঁচাতে

ভালুক রসায় বাঁধা যে

হনু হুপ করে ডালেতে

ঝোপঝাড়ে এসে চুপ করে বসে

মানুষ হিংস্র কেন রে ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *