যার বন্ধু বেশী থাকে তার সর্বনাশ হয়, কারণ নানা জন নানা পরামর্শ দেয়।
বিশ্বাস ঘাতকের প্রান দৌরাত্ম ভোগ করে।
নিজের মিত্র ও পিতার মিত্রকে পরিত্যাগ করো না।
যে গরিবকে দান করে তার অভাব ঘটে না।
হে,অলস ব্যক্তি. পিপিলিকার নিকট থেকে জ্ঞান অর্জন করো.নিতান্ত দূর্বল এই ক্ষুদ্র জীবটি কি চমৎকার ভাবে সুশৃঙ্খলভাবে দলবদ্ধ জীবনযাপন করে। গরমকালে দলবদ্ধভাবেই শীতের খাদ্য সংগ্রহ করে রাখে…।
যে অন্যের জন্য কুয়া করে সে নিজেই সে কুয়ায় পতিত হবে।
মিথ্যা স্বাক্ষ্য দান কারী অদন্ডিত থাকবে না, মিথ্যাবাদী রক্ষা পাবে না।
আল্লাহর প্রতিটি কথাই পরীক্ষিত, তার উপর নির্ভর করার জন্য আল্লাহই ঢাল স্বরূপ।
মনোরম বাক্য ক্রোধ নিবারন করে আর কটু বাক্য ক্রোধ আরো বৃদ্ধি করে।
ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও।
প্রতিবেশীর বিরুদ্ধে কুৎসা রটাবে না।
সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নৃপাত হয় ।