পৃথিবীতে সুনিশ্চিত বিষয় হল মৃত্যু এবং অনিশ্চিত বিষয় হল মৃত্যুর সময়।
পৃথিবীতে মানুষকে কথা দেওয়ার লোকের অভাব নেই, কিন্ত কথা দিয়ে কথা রক্ষা করার লোকের বড়ই অভাব আছে।
অর্থ, সম্পদ, নারী ইত্যাদির ফেতনা বা পাপ থেকে নিজেকে বাঁচালো সেই প্রকৃত জ্ঞানী।
ধর্য্য বিনা সযহ্য হয় না।
পৃথিবীতে আমাদের ব্যবহার্ষ্য বিভিন্ন সমাগ্রীক ঘর - বাড়ি, জামা - কাপড়, শরীরের বিভিন্ন অঙ্গপ্রতঙ্গ পরিস্কার পরিচ্ছন্ন করার মানুষের অভাব নেই। কিন্তু মনকে পরিস্কার পরিচ্ছন্ন করার মানুষের বড়ো অভাব রয়েছে।
ক্ষতিকর বস্তু মানুষকে বেশি আর্কষণ করে।
অপবিত্র, ক্ষতিকারক, অশ্লীলতা এই বৈশিষ্ট্য তিনটির মধ্যে যদি একটি বৈশিষ্ট্য থাকে তাহলে সেই কাজ করা যাবে না।
সময় আল্লাহ্ বড়ো নিয়ামত।
অর্থ, সম্পাদ, নারী ও সময় দিয়ে একজন মানুষের চরিত্র সম্পর্কে জানা যায়।
কবর হল জান্নাত ও জাহানন্নামের প্রবেশ দ্বার।
মৃত্যু সুনিশ্চিত ও জীবন অনিশ্চিত।
জ্ঞানী মানুষরা IPO (Input Processing Output) পদ্ধতি অনুসরণ করে চলে অর্থাৎ কোন কথা শ্রবণ করার পরে সেটা পর্ষাবেক্ষন করে তার পরে সে প্রকাশ করে।
কারো প্রতি খারাপ ধারণা করোনা যদি ধারণা করতেই হয় তাহলে ভালো ধারণা করো।
পৃথিবীতে শিক্ষিত মানুষের অভাব নেই কিন্তু শিক্ষিত বিবেকবান মানুষের অভাব আছে।
তোমার প্রতিটা কর্মের কর্মফল নিয়াতের উপর নির্ভর করবে।
পৃথিবীতে কেউই চিরস্থায়ী হবেনা, কাজেই পৃথিবীর মোহে আচ্ছন্ন হয়ে কারো সাথে খারাপ আচরণ করো না।
মানুষকে ক্ষমা করা এক মহৎ গুন। যদি তুমি এই গুনের অধিকারী হতে পারো তাহলে তুমি জীবনে অনেক শান্তি পাবে।
জীবন অতিবাহিত করতে গিয়ে অনেক সময় অনেক বিপদ আপদ বা খারাপ পরিস্থিতি আসবে এটাই স্বাভাবিক কিন্তু সেই খরাপ পরিস্থিতিকে ধর্যের সাথে সামলানো এক মহৎ গুন, আর এই গুন যদি তুমি আহোরণ করতে পারো তাহলে তোমার জীবনের পথ চলা অনেক সহজ হয়ে যাবে।
জ্ঞানীরা অন্যের সমলোচনা করেনা, নিজের অন্যের সমালোচনা করে নিজের ভুলত্রুটি গুলো সংশোধন করে নেই।
এমন একটা সময় আসবে যখন মিথ্যা সত্যতে ও সত্য মিথ্যাতে পরিনত হবে।
হাল্লাল ও হারামকে এক সঙ্গে কখনো মিশাবেনা। সবসময় হাল্লাল- এর সঙ্গে থাকার চেষ্টা করবে। তবে দেখবে তোমার জীবনে অনেক মাহাত্ম্য অনুভব করবে।
এমন একটি সময় আসবে যখন মানুষ সত্য কথা শুনে অখুশি হবে, কিন্তু মিথ্যা কথা শুনলে খশি হবে।
মিথ্যাকে তোমার জীবন থেকে পুরোপুরি বর্ষণ করো তাহলে তোমার মোনের মধ্যে এক প্রশান্তি অনুভব করবে।
তুমি সম্মান পেতে চাও তাহলে অন্যকে সম্মান করতে শেখো।
ধর্য্য হল সকল কর্মের জননী।
যদি তুমি অন্যের প্রতি অভিযোগ কম করো তাহলে তুমি মানসিক দিক থেকে শান্তি পাবে।
জ্ঞানীরা পরকাল যাত্রার জন্য আগে থেকে প্রস্ততি গ্রহণ করে।
ভুলের জন্য আপনি দায়ী নন, কিন্তু ভুল থেকে বেরিয়ে না আসার জন্য আপনি দায়ী।
মিথ্যা হল সকল পাপের জননী।
তুমি যদি অঞ্জতাকে সঙ্গী করে কোনো কাজ করো, তাহলে সেই কাজে অসফলতা আসবে এটাই স্বাভাবিক।
অঞ্জতা মানুষের সবচেয়ে বড়ো শত্রু।
ভালোবাসা সব সময়ই একই মাত্রায় অবস্থান করে না। এটি শেয়ার মার্কেটের মত ওঠানামা করে।
চরিত্র, বিশ্বাস, সততা, সম্মান, ভালোবাসা এগুলি অমূল্য সম্পদ। চেষ্টা করো এই সম্পদ গুলিকে ধরেরাখার। কারণ একবার তোমার কাছ থেকে চলে গেলে পুনরায় পূর্বের অবস্থা ফিরে পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়াবে।
চেষ্টা ও ধর্য্য হল সকল সাফল্যের জননী।
তুমি যে কাজটা করবে চেষ্টা করো সেই কাজে পুরোপুরি মনোনিবেশ ঘটাতে। তাহলে সেই কাজে সফলতা পাওয়াটা সহজ হয়ে যাবে।
তুমি যখন কোনো কাজ করবে তখন চেষ্টা করো সেই কাজকে ভালোবেসে করার।