তোমার স্মৃতি – গোলাম কাদের

সাহিত্য দর্পণ

এক আশ্চর্য নিয়তি
সন্তর্পণে করে ভাঙাগড়ার খেলা ।
নিদ্রাহীন বেপরোয়া চোখে ক্ষণিকের নীরবতা!
আমি হারিয়েছি ……
খুঁজে দেখা বৃথা!
বুকের ভেতর শুধু এক স্পন্দন টিপিটিপি।


আমি হারিয়েছি……… মুক্তো পান্না
অতলান্ত সিন্ধু থেকে পাওয়া ।
চেতনায় ক্লান্তি,
টুকরো টুকরো স্মৃতি – সবুজের হাতছানি ।
‘তুমি’ চোরাবালির মাঝে,
এক অন্তঃসলিলা নদী ।


আমি হারিয়েছি……. বন্ধুত্ব
অ্যালকোহলের স্বাদ ।
তাই আজও সন্তর্পণে রৌদ্রে পুড়ি একাকী ।
চলার পথে প্রায়ই দেখা পাই,
একরাশ ধুলো উড়িয়ে, এগিয়ে যায়
‘টিংকু’ বাসটা থামে না,
থামে না নিরুত্তর যন্ত্রণায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *