আমরা বিলাতফের্তা ক-ভাই,
আমরা সাহেব সেজেছি সবাই;
তাই কী করি নাচার, স্বদেশি আচার
করিয়াছি সব জবাই।
আমরা বাংলা গিয়েছি ভুলে,
আমরা শিখেছি বিলিতি বুলি,
আমরা চাকরকে ডাকি ‘বেয়ারা’–আর
মুটেদের ডাকি ‘কুলি’।
আমরা সাহেব সঙ্গে পটি,
আমরা মিস্টার নামে রটি,
যদি ‘সাহেব’ না বলে ‘বাবু’কেহ বলে
মনে মনে ভারি চটি।
আমরা বিলিতি ধরনে হাসি,
আমরা ফরাশি ধরনে কাশি,
আমরা পা ফাঁক করিয়া সিগারেট খেতে
বড্ডই ভালোবাসি।
আমরা বিলাত ফের্তা ক-ভাই
দেশে কংগ্রেস আদি ঘটাই;
আমাদের সাহেব যদিও দেবতা, তবু ওই
সাহেবগুলোই চটাই।
আমরা সাহেবি রকমে হাঁটি
স্পিচ্ দেই ইংরেজি খাঁটি;
কিন্তু বিপদেতে দেই বাঙালির মতো
চম্পট পরিপাটি।