মায়ানমার তোমার দিকে তাকাতে পারছি নে
নারকীয় পোষাক কেন তোমার বুকে ?
শিশু- ফুল, ফুলের পাপড়ি ছিঁড়ে ছিঁড়ে ফেলতে
একটুও দ্বিধা হয় না তুমি কী ?
যজ্ঞ শুনছি পশু দিয়ে হয়
মানুষের রক্ত দিয়ে নয় ।
তোমার কর্ণধার নোবেল নিয়েছে
রক্ত দিয়ে ভেজাবার জন্যে
রক্তে স্নাত মায়ানমার
চাই এর প্রতিকার ।
ইউ. এন. ও তন্ত্রায় কি নিদ্রায় ?
তন্দ্রায় কি ফিনকি দেখছ ?
তোমার নিদ্রায়- ওরা মার খায় ।
কবিতার ঝংকার বইটিতে
প্রতিবাদ শরণার্থী ফেরত পাঠানোতে
আজ বাংলাদেশে স্বাগত তোমায়
আগত অসহায়দের দেখ, দেখ, দেখ না
সু-কি-র মতো পিশাচ হতে শেখো না ।
বর্ষাকালের যাত্রায় অতিমাত্রায় প্রাণি পিষ্ট হবে
বলে যাত্রা করা যাবে না
আজ রক্তে মাংসে ভরা মানব কে
পিস পিস করে পিষে দিতে
মানবিকতার কি জলাঞ্জালী হচ্ছে না ?
উর্বর মস্তিষ্ক সম্পন্ন মানুষ বসে ।
অশরীরী আত্মার প্রতি অনুরাগ রাখি
লাঞ্ছিত, অসহায়দের কাছে আসি
ভালোবেসো, ভালোবেসো, ভালোবেসো ।