বন্দেমাতরম্ – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়

সাহিত্য দর্পণ

বন্দে মাতরম্

সুজলাং সুফলাং

মলয়জশীতলাং

শস্যশ্যামলাং

মাতরম্।।

শুভ্র-জ্যোৎস্না-পুলকিত-যামিনীম্‌

ফুল্লকুসুমিত—দ্রুমদলশোভিনীম্‌

· সুহাসিনীং সুমধুরভাষিণীম্‌

সুখদাং বরদাং মাতরম্।।

সপ্তকোটি কণ্ঠ কলকল নিনাদ করালে,

দ্বিসপ্তকোটী ভুজৈধৃতখর-করবালে

অবলা কেন মা এত বলে।।

বহুবলধারিণীং

নমামি তারিণীং

রিপুদলবারিণীং

মাতরম্।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *