নিষ্ঠুর বর্তমান – আশীষ দাস

সাহিত্য দর্পণ

কুড়ি শতকের এই বিজ্ঞানের যুগে;
আমরা সভ্য হয়েও
এত নিষ্ঠুর হয়েছি,
কেন ?


যত আমরা সভ্য হয়েছি,
ততই আমাদের বিচার শক্তি
ঋণাত্মকের দিকে ধাবমান হয়েছে,
কেন ?


চারিদিকে যেন কি খেলা! আলো – আঁধারি !
মানব বুকে বিঁধে যাচ্ছে, শত – শত তরবারি!
কচি – কাঁচা, যুবক-যুবতী, বৃদ্ধের মুখে বলি,
‘বলে দাও GOD, এ কোন্ কলি’ ?


একদিন, বহুকাল বহু পরিশ্রম করে গড়েছে কত ইমারত
আজ, নিমেষের মাঝে, সৃষ্টির – সৃষ্টি হয়ে যাচ্ছে ধূলিসাৎ।
রাস্তা-ঘাটে, বাসে-ট্রামে, মন্দিরে-মসজিদে বিস্ফোরণ
দেশে-বিদেশে, আনাচে-কানাচে, নর-নারী হয় অপহরণ ।
তবু, ভাষা-নাম-ধাম, পরিধানে শুধু পার্থক্য
আর, চন্দ্র-সূর্য, আলো-বাতাস, জল পানে সব ঐক্য ।

ভাব দেখি একবার………….
………….জন্মসূত্রে আমরা ভারতীয়,
ভারত আমার সিংহাসন
কর্ম আমার প্রতিফলন,
প্রতিভা আমার মাধ্যম – বিবেক আমার জাতীয়তা,
চরিত্রে আমার পরিচয়, ব্যবহারে আমার ব্যাখ্যা ।
দৃষ্টি আমার স্বাদ,
গর্ব আমার আত্মীয়তা,
সততাই আমার পরিধান ।


আমরা সবাই এক, অভিন্ন
ভেদাভেদ মোদের নেই
শান্তিপূর্ণ ভবিষ্যৎ
দেয়ে দেখ আসে সেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *