মা বললো আমায়
শোন ঝুমি মোর,
পরীক্ষা যে এসে গেল
চিন্তা কি নাই তোর?
সারাটা দিন থাকিস যদি
টিভির সামনে বসে,
বই পড়বি মাথা মুণ্ডু
বুঝবি ঝুমি শেষে
আমি বলি, মা
চুপ করোনা এবার,
শচীন তেন্ডুলকর ব্যাট ধরেছে
পাকিস্তান হবে জের-বার।
এখন যদি আমায়
বই পড়তে বলো,
শচীন তেন্ডুলকর কেমন করে
উৎসাহ পায় বলো?
