বর্ষা – সুরজ দাস সাহিত্য দর্পণ June 29, 2023April 7, 2024Samayun NabiLeave a Comment on বর্ষা – সুরজ দাস বর্ষার মেঘ থেকে ঝরে পড়ে বৃষ্টি,তখন থেকে শুরু হয় বন্যা সৃষ্টি।সারাদিন ঝম ঝম, বজ্রের শব্দ,প্রকৃতি ভরে দেয় কাঁঠালের গন্ধ।বাড়ি ঘর ডুবে যায়,মাছ খেলা করে যায়।রাস্তা – ঘাটে পড়ে থাকে শ্যাওলা,গরীব মানুষদের শুরু হয় দুঃখের পালা ।