কেন তোমার বৃথা আস্ফালন
যদিও ষাট সত্তর কেজি ওজন
যত হোক তোমার ধন
সিঞ্চন কর মাটি হতে
নতুবা থৈ থৈ পাথর হতে
মনোভান্ডার কে করি ভরপুর
কেন ভুলে যাও
তোমার হতে অসহায় জন কে
আপন বলার প্রবনতা হারিয়ে ফেল
যদিও সে সজ্জন
পাহাড়ের মতো উঁচু ডিগ্রি
কেউ এ.সি. ঘরে বসে
কেউ বশে খরচ করে
বিদ্যার গরিমা ছড়ায়ে
বেলুনের মতো ফুঁদিয়ে বাড়ায়ে
কেউ আনাচে কানাচে
ভুঁই ফোড় প্রতিষ্ঠান হতে কুড়ায়ে
করে বিদ্যার্জন ।
মনুষ্য গড়ার কারখানায়
ভালো নন্বর হাসিল করে
চাকুরি ব্যবসায় মাহিল হয়ে
মা-বাবার দেখার সময় না পেয়ে
ঊর্দ্ধমুখী আকাশের পানে চেয়ে
নিজ মাহাত্বের গান গেয়ে
নফসে আমবারায় আসীন হয়ে
অহম বোধে সিক্ত রয়ে
পৃথিবীতে করে অবতরণ
চাহি অমানবিকতার বিসর্জন ।