জীবনের খুলেছি খাতা
বিদায়ী পিতার পিঠস্থান
এই নিমতিতা
এখানে রয়েছে রাজভিটা
সাধের জলসাঘর
জীর্ণদেহ ভগ্নপ্রায়
গঙ্গার কোলে
শাহজাহানের যমুনার মতো তীরে দোলে ।
রাধানাথ বাবুদের অবদান
ঊনিশশো তেরোর বিদ্যায়তন
বড়ো যতন করি বানায়ে
শিক্ষার বাতি জ্বালায়ে
আজ ও প্রোজ্জ্বল
মোদের এ যে বল
বলীয়ান ওয়াকিল আহমেদ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের ভার
শিক্ষার শানিত ধার ।
এই নিমতিতায়
কাজী নজরুলের আগমন
যার বিদ্রোহী মনন
অগ্নিবীনা বিষের বাঁশির বাঁশরি
স্বাধীনতার আয়োজন
আজ বৃটিশ হতে
মুক্ত বন্ধন ।
তবে
তবে এখন
আমেরিকার মতো আগ্রাসী জনন
নিঃশেষ হোক পৃথিবী হতে
নিমতিতার বিদ্যায়তনে
আমার এই আবেদন
চিরদিন চিরকাল
সারাক্ষণ
এই ধ্বনির অনুরণন ।
বহু ফুলের সৌরভে
মুখরিত এই বিদ্যায়তন
শতবর্ষের আলোকে হোক
নবচেতনার উন্মোচন ।