শহীদ আজম – আনোয়ার হোসেন সিদ্দিকী

সাহিত্য দর্পণ

কে এক অবলা রমনী

কারবালা প্রান্তরে এসে

কারে যেন ভালোবেসে

সাফাই করে অবশেষে

চলে গেলো

কেন সে এলো ?

এজিদ পিশাচের কবলে

সালাতের সেজদা কালে

শিরচ্ছেদ শহীদে আজমের রক্তধারা বহে চলে ।

হোসাইন কি নিঃশেষ হয়ে গেলো

ত‍্যাগী মননের উত্তরকালে

নতুন রূপ নিল-

কারবালা ধন‍্য বলো

কারবালা আরো পবিত্র হলো

তৌহিদ ঝান্ডা উড্ডিনে দোলো

বাস্তবে এজিদ মলো

এমাম জিন্দা হলো ।

শহীদী জীবনে কেমন স্বাদ পেলে

কেমনে এলে কেমনে চলে গেলে

নানা কি তোমায় কোলে তুলে নিলে ?

মশরেক থেকে মাগরেবে

রক্তধারা ফিনকি দিয়ে

ত‍্যাগী মননে মজ্জাগত রয়ে

বায়ুকূলে প্রবাহিত হয়ে

রহে গেলে চিরকাল

হোক না রবির অস্তাচল ।

ত‍্যাগী পুরুষের লোহু নির্মল ।

হোসাইন

তোমার জীবনাবসানে

তুমি বীরের আসনে

জালালি জামালি মননে

রহো তুমি সারাক্ষণে

আল আমিন তুমি

তোমার নাতি চিরস্মরণে !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *