আয়রে মনা, ভুতো, বুলি আয়রে তাড়তাড়ি,
দাদার চিঠি এসেছে আজ, শুনাই তোদের পড়ি।
কলকাতাতে এসেছি ভাই কালকে সকালবেলা,
হেথায় কত গাড়ি, ঘোড়া, কত লোকের মেলা।
পথের পাশে সারি সারি দু-কাতারে বাড়ি,
দিন-রাত্তির হুসহুস করে ছুটছে রেলের গাড়ি।
আমি কি ভাই গেছি ভুলে তোদের মলিন মুখ,
মনে পড়লে এখনও যে কেঁপে ওঠে বুক।