শিশুর মন – রোহন দাস
শিশুর মন ছোট্ট পাখির মতো দুরন্ত চঞ্চল ছুঁয়ে যায় ওই সুন্দর নীল আকাশের কোল । গেয়ে গেয়ে যায় ওই উদারতা মেঘের কানে কানে ছুঁয়ে যায় সেই বাতাসের সুন্দর মধুর সুরে। সপ্তরঙিন সূর্যের প্রসন্ন ভাষার কিরণে, বয়ে যায় গভীর সমুদ্রের স্রোতের তলা বেয়ে। সেই মন আবার তারা ফিরিয়ে নেয় নিজের হৃদয়ে।
Continue Reading