ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ি – রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য দর্পণ June 29, 2023April 7, 2024Samayun NabiLeave a Comment on ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ি – রবীন্দ্রনাথ ঠাকুর ক্ষান্তবুড়ির দিদিশাশুড়ির,পাঁচবোন থাকে কালনায়,শাড়িগুলো তারা উনুনে বিছায়,হাঁড়িগুলো রাখে আলনায় ।কোনো দোষ পাছে ধরে নিন্দুকেনিজে থাকে তারা লোহা-সিন্দুকে,টাকাকড়িগুলো হাওয়া খাবে বলেরেখে দেয় খোলা জানলায়,নুন দিয়ে তারা ছাঁচিপান সাজেচুন দেয় তারা ডালনায় ।