You are currently viewing পাখির মতো – ওবাইদুর রহমান

পাখির মতো – ওবাইদুর রহমান



আকাশে উড়িতেছে পাখি, মেলিতেছে ডানা,
তাদের উড়িতে কেউ করে নাকো মানা ।
ভোবেব বেলায় ডালে বসে করে তারা গান,
সেই গানে মেতে ওঠে আমাদের মন ।
আকাশে উড়িয়া বেড়ায় তারা আনন্দে সুখে,
তাই দেখে আমাদের হাসি ফোটে মুখে ।
তাদের মতো যদি আমাদের থাকিতো ডানা,
আমরাও বেড়াতাম উড়ে, কেউ করিতনা মানা ।

Leave a Reply