আমার গ্রাম – অঞ্জন কুমার দাস

সাহিত্য দর্পণ

গ্রাম আমার জন্মভূমি,
এটাই আমার স্বর্গভূমি
মনে আশা নিয়ে থাকি,
তাই গ্রামকে ভালোবাসি,
অনেক দিনের স্বপ্ন,
গ্রাম আমার রত্ন ।
আমি সবার মন করবো জয়,
হতে দেবো না গ্রামকে ক্ষয় ।
গ্রামের সুন্দর বাতাসে,
মনটা উড়ে যায় নীল আকাশে ।
পাখিদের গুনগুন গানে,
ভরে যায় আমার প্রাণ ।
বাংলার বাঙালী রক্ত,
গ্রামের মাটি শক্ত।
শস্য শ্যামলায় ভরা এই গ্রাম,
তাই গ্রামকে করি প্রণাম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *