মানবতার মূর্ত প্রতীক
বিবেকানন্দ তোমার নাম
ভারতের অসাধারণ পুরুষ
দিকে দিকে সম্মান ।
ছিলে বিলে কি হলে
নরেন বিবেকের সাথে
আনন্দ এনে বিবেকানন্দ
ভালো মন্দ যাই হোক
ভালোবেসেছ দেশবাসীকে
‘মূখ ভারতবাসী, চন্ডাল ভারতবাসী’
তোমার বাণী
তোমার রক্ত, তোমার ভাই
আজ মূর্খ নহে, শিক্ষার বাতি জ্বালায়ে
নিজ আলয়েও বিশ্বের দরবারে উজ্জ্বল
দুর্বল নহে সবল
দেশ উচ্চশিরে উন্নীত হয়ে চলছে
কেন হবে না ?
তুমি একদিন শিকাগোর বুকে
ভারতের প্রতিনিধি হয়ে
স্পিচ দিতে গিয়ে
‘ডিয়ার ব্রার্দাস এ্যান্ড সিস্টারস’বলে
মাতিয়ে তোলে
বিশ্বাকে আপন করে নিলে
দেশকে উচ্চ স্থানে নিয়ে গেলে
ভারতবাসীকে সাওগত দিলে
মাতৃভূমিকে ভালোবেসে
তুমি দেশে ফিরে এলে
দেশবাসী তখনো আজো
তোমায় কোলে তুলে নিলে ।