মনুষ‍্যত্ব – আনোয়ার হোসেন সিদ্দিকী

সাহিত্য দর্পণ

কোন এক সময় ৩৪ নং জাতীয় সড়ক দিয়ে চলতে গিয়ে দেখি বাস ড্রাইভার আচমকা ব্রেক কষলেন । কৌতুহল হল- কি ছিল সামনে ?

বুঝতে পারলাম না । জিঞ্জাসা করলাম সামনের লোকেদের । তারা বলল একটা সাপ রাস্তা দিয়ে পার হচ্ছিল । সাপকে র্দুঘটনার হাত থেকে রক্ষা করতে হবে- এই ড্রাইভারের মানসিকতা । সাপটি রক্ষা পেল । কিন্তু একটি প্রাদেশিক ড্রাইভরের মানসিকতা কী ? এখন প্রশ্ন- কি করে মানুষ মানুষকে পুড়িয়ে মারে; কিভাবে মানুষ হত‍্যালিলায় মত্ত হয় ? মানুষ‍্যত্ব কোথায় ? বিশ্বকবি রবীন্দ্রনাথ আজও যেন বলছেন ‘এত রক্ত কেন’ ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *