গ্রীষ্মকাল – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য দর্পণ June 29, 2023April 7, 2024Samayun NabiLeave a Comment on গ্রীষ্মকাল – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গ্রীষ্মকাল গ্রীষ্মকাল,কাকের মুখে শুকনো ডাল,কালের মুখে নেইকো জলগাছের বুকে নানান ফল।ল্যাজের নীচে বুলবুলিরলালের ছবি কার তুলিরনীলকণ্ঠের তীব্র স্বররোদের বুকে হানছে শর।দোয়েল পাখির মিষ্টি সুরকরছে সকল দুঃখ দূরপাতার আড়ে পিকের ডাকদিচ্ছে যেন লাগিয়ে তাক।