এই যে আমাল থোনাল বালা, থ্যাকলা দিল গলে,
লাঙ্গা তুলি ছিল হাতে, দেখতে গেল পলে।
নিদে হাতে তিপ পলেথি, কলে আঙ্গুল দিয়ে,
থোও কাকাল দেয়াত থেকে কালি তুলে নিয়ে।
দেক আমাল কেমন কাপল মা দিয়েথে ভাই,
ধুলোল উপল বথব নাকো, নোংরা হবে তাই।
দিদি দিল লাল ফিতা বেঁধে আমাল তুলে,
বাবা খেল এও তুমু কোলেল উপর তুলে
তাই ত আমাল তুল এথেথে তোখেল উপল তলে
দাদা বলবে নোংলা মেয়ে নেবে না আল কোলে।
থবি আমি বলতে পালি, তোমলা দেখ বথে,
এক্ষুনি তুল থিক কলে দি, বুলুথ দিয়ে ঘথে।