প্রায় সারা দেশেই আয়তন ও লোকসংখ্যার দিক দিয়ে শহর বেড়ে চলেছে। ক্রান্তীয় এশিয়া ও আফ্রিকা এবং রাশিয়ার সাইবেরিয়া অংশ এ ব্যাপারে পিছিয়ে ছিল। কিন্তু তারাও এখন ও ব্যাপারে পিছিয়ে নেই। পশ্চিম ইউরোপে নগরায়ণ এক শতাব্দী আগে ঘটেছে। গেলেও সে তুলনায় এশিয়া বা আফ্রিকাতে ইদানীং ব্যাঙের ছাতার মত নতুন নতুন শহর বসতির সৃষ্টি হচ্ছে। যে সব মহাদেশের পৌরবসতির ইতিহাস বহুদিনের, সেখানকার শহরগুলোতে শিক্ষা বহুমুখী কর্মধারা আছে। আবার কোন কোন শহর পর্যটন কেন্দ্র, আবাসিক শহর (Dormitory Town) বা পেট্রোলিয়াম বন্দর (Petroleum Port) হিসাবে খ্যাতি লাভ করেছে। নতুন নতুন খনি শহর এবং সামরিক শহরও জন্ম নিচ্ছে। কর্মজীবী মানুষ আরও গতিশীল হচ্ছে। তারা শুধু গ্রাম থেকে শহরে পরিযান করছে না, এক শহর থেকে অন্য শহরেও যাচ্ছে। এখন অনেক বেশি লোক সরকারি অফিস, বাণিজ্য, পরিবহন, আমোদ প্রমোদ ও বৃত্তিমূলক ইত্যাদি তৃতীয় পর্যায়ের কর্মকাণ্ডে (Tertiary activity) অংশ নিচ্ছেন। অধিকাংশ উন্নত দেশে শহর সম্প্রসারণ এক অতি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আরও নতুন নতুন পৌরপুঞ্জ সৃষ্টি হচ্ছে। সম্ভবত জনসাধারণের মঙ্গলের দিকে তাকিয়ে প্রশাসন, শিল্প, বাণিজ্য, বসত ইত্যাদি স্থানগুলো আলাদা আলাদা ভাবে দানা বাঁধছে। কিন্তু এতে করে নাগরিক জীবনের বিভিন্ন উপাদানগুলো আর এক সুতোয় বাঁধা থাকছে না।
Source: Study Material Elective Geo EGO : 09, Dr Sen Jyotirmoy 2008