You are currently viewing নীল আকাশের পাখি – সীমা দাস

নীল আকাশের পাখি – সীমা দাস


পাখির মতো আমার যদি
থাকতো দুটো ডানা ।
অনেক দূরে উড়ে যেতাম,
করত না কেউ মানা।
মনের সুখে উড়ে যেতাম,
নীল আকাশের বুকে।
হাওয়ায় দিতাম গা ভাসিয়ে,
রঙিন পাখা মেলে।
লুকিয়ে যেতাম এক অজানা দেশে,
জানতো না তো কেউ।
সবার মনের মাঝে জানিয়ে দিলাম
আমার খুশির ঢেউ।


Leave a Reply