এখানে আকাশ নীল – জীবনানন্দ দাশ

সাহিত্য দর্পণ

এখানে আকাশ নীল—নীলাভ আকাশ জুড়ে সজিনার ফুল

ফুটে থাকে হিম সাদা রং তার আশ্বিনের আলোর মতোন;

আকন্দ ফুলের কালো ভীমরুল এইখানে করে গুঞ্জরন

রৌদ্রের দুপুর ভরে;—বারবার রোদ তার সুচিক্কন চুল

কাঁঠাল জামের বুকে নিঙড়ায়; —দহে বিলে চঞ্চল আঙুল

বুলায়ে বুলায়ে ফেরে এইখানে জাম লিচু কাঁঠালের বন,

ধনপতি, শ্রীমন্তের, বেহুলার, লহনার ছুঁয়েছে চরণ;

মেঠো পথে মিশে আছে কাক আর কোকিলের ধূল,

কবেকার কোকিলের, জান কি তা? যখন মুকুন্দরাম, হায়,

লিখিতেছিলেন বসে দু-প্রহরে সাধের সে চণ্ডিকামঙ্গল,

কোকিলের ডাক শুনে লেখা তার বাধা পায় থেমে-থেমে যায়,

অথবা বেহুলা একা যখন চলেছে ভেঙে গঙুড়ের জল

সন্ধ্যার অন্ধকারে ধানখেতে, আমবনে, অস্পষ্ট শাখায়

কোকিলের ডাক শুনে চোখে তার ফুটেছিল কুয়াশা কেবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *